ত্রিকোণ প্রেমের জেরে এলাকায় গুলি চলল ও গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক যুবক দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হল। শনিবার রাতে দুর্গাপুর-ফরিদপুরের লাউদোহার মাধাইপুরের ঘটনা। ফরিদপুর থানার পুলিশ তদন্তে নেমে এক যুবক ও এক যুবতিকে আটক করে।
জানা গেছে, মাধাইপুরের এক যুবতীর সঙ্গে স্থানীয় পবন সিং নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন ধরে স্থানীয় রামেশ্বর মন্ডল নামে আর এক যুবকের সঙ্গে ওই যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।বিষয়টি জানাজানি হতেই পবন সিং-এর সঙ্গে রামেশ্বরের সম্পর্কের অবনতি হয়। শনিবার রাতে পবন সিং প্রেমিক ওই যুবতীর বাড়ির সামনে এসে রামেশ্বরকে দেখতে পেয়ে খেপে যায়। এরপরই পবন ও রামেশ্বরের মধ্যে প্রথমে কথা কাটাকাটি তারপর হাতাহাতি শুরু হয়। এর মধ্যেই পবন পিস্তল বার করে রামেশ্বরের উদ্দেশে গুলি চালায়। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু রাগে পবন সিং রামেশ্বরের পায়ের উপর দিয়ে তার চার চাকা গাড়িটিকে দ্রুত গতিতে চালিয়ে চলে যায়। এর ফলে রামেশ্বর গুরুতরভাবে আহত হয়।
স্থানীয় মানুষ গুলির শব্দ ও রামেশ্বরকে গাড়ীর চাকায় পিষ্ট করা দেখে ফরিদপুর থানায় খবর দিলে পুলিশ এসে ওই যুবতী ও পবন সিংকে প্রথমে আটক করে পুরো ঘটনার তদন্তে নামে। এদিকে আহত রামেশ্বরকে প্রথমে ফরিদপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়, তাঁর অবস্থার অবনতি হলে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।