চল্লিশ ফুটের সরস্বতী প্রতিমা তৈরি করে দর্শনার্থীদের নজর কাড়তে চলছে দুর্গাপুরের স্টিল টাউনশিপের বি-জোন ইস্পাতপল্লী নেতাজী ক্লাব। ২ জানুয়ারি থেকে প্রতিমা তৈরি করা শুরু হয়েছে। এরপর থেকেই সুউচ্চ প্রতিমা তৈরি দেখতে প্রতিদিন মানুষের ঢল নামছে ক্লাব প্রাঙ্গণে। প্রতি বছর ২০-৩০ ফুটের সরস্বতী প্রতিমা তৈরি করা হত এই ক্লাবে। গত দু’বছর পুজোয় কোন জাঁকজমক করা হয়নি। ক্লাবের সম্পাদক হেমন্ত সেনগুপ্ত জানান, এবার ক্লাবের ১৩ বছর পূর্তি উপলক্ষে পাঁচ লাখ টাকা বাজেটের চল্লিশ ফুটের সরস্বতী প্রতিমা তৈরি করা হচ্ছে ক্লাব প্রাঙ্গণে। তিনি বলেন, ‘আগামী ২৫ জানুয়ারি পুজোর উদ্ধোধন হবে সেই সঙ্গে ক্লাবে একটি জিমেরও উদ্ধোধন করা হবে। স্থানীয় কৃতি পড়ুয়াদের সম্মানিতও করা হবে।’ হেমন্তবাবুর দাবি, চল্লিশ ফুটের সরস্বতী প্রতিমা তৈরি দেখতে এরমধ্যেই ভিড় জমছে ক্লাব প্রাঙ্গণে। আশা করি চল্লিশ ফুটের সরস্বতী প্রতিমা দেখতে প্রচুর জন সমাগম হবে পুজো উদ্ধোধন হলে।