বাঁদনা পরবের শিকার উৎসব রুখতে গিয়ে আদিবাসীদের হাতে আটক বনকর্মীরা। বর্ধমানের জোরবাঁধ এলাকার ঘটনা। স্থানীয় ও বনদফতর সূত্রে জানা গেছে, আদিবাসী সম্প্রদায়ের শিকার উৎসবের জন্য আজ সকালে বর্ধমানের জোরবাঁধ এলাকায় শিকার করতে যায় আদিবাসীরা। রুটিন অভিযানের সময় বন্যপ্রাণী শিকারের অভিযোগে বনকর্মীরা শিকারে বাধা দেয়। আদিবাসীদের কাছ থেকে বেশ কয়েকটি প্রাণীও আটক করে বনদফতরের কর্মীরা। এরপরই আদিবাসীরা বনদফতরের কর্মীদের আটক করে প্রাণীগুলোকে ফেরত দেওয়ার দাবিতে কয়েক ঘন্টা আটক করে রাখে। পরে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে আটক হওয়া কর্মীদের উদ্ধার করে ও মৃত প্রাণীগুলিকে বাজেয়াপ্ত করে বনদফতরে নিয়ে আসে।

আদিবাসীদের অভিযোগ, আজ আমাদের শিকার উৎসব ছিল। আমরা সকাল থেকেই শিকার করতে বেড়িয়েছিলাম। বনদফতরের কর্মীরা এসে বলছে এসব করা যাবে না। আমাদের জানা ছিল না। আমাদের শিকারগুলো বনদফতর নিয়ে তাদের গাড়িতে রেখেছে। তখন থেকেই সমস্যা চলছে। বর্ধমানের রেঞ্জ অফিসার কাজল বিশ্বাস জানিয়েছেন, শিকার ফেরত দিতে হবে এই দাবিতে কর্মীদের আটকে রাখে। আইন অনুযায়ী এটা করা যায় না। আমরা দুটো মৃত প্রাণী বাজেয়াপ্ত করেছি।

Like Us On Facebook