নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ। নতুন রাস্তা মুড়ি-মুড়কির মতো উঠে যাচ্ছে বলেও অভিযোগ। প্রতিবাদে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা। পূর্ব বর্ধমানের মেমারি আমাদপুর অঞ্চলের বিজরা গ্রামের ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন পর নতুন করে পিচের পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। সেই রাস্তায় একদিকে যখন নতুন করে তৈরির কাজ চলছে তখন অন্যদিকে সদ্য তৈরি রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচের চাদর। স্থানীয়দের দাবি, পুনরায় রাস্তা তৈরি করতে হবে। নতুন করে রাস্তা তৈরি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে হবে। ক্ষোভে গ্রামবাসীরা রাস্তার কাজ বন্ধ করে দেন। যদিও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার।
Like Us On Facebook