নতুন বোলেরো গাড়ি কিনে গাঁজার বেআইনী কারবার কারবার করার অভিযোগ বাঁকুড়ার রাজগ্রামের বীরেন কর ও প্রশান্ত রক্ষিতের বিরুদ্ধে। এই দুই যুবককে হাতেনাতে ধরলো দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে পুলিশ প্রায় ১৬ কেজি গাঁজা ও নগদ প্রায় ৮০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন বীরভানপুর বিসর্জন ঘাটের কাছে ওত পেতে বসেছিল। সাদা রঙের বোলেরো গাড়িটি আসা মাত্রই পুলিশ গাড়িটিকে ঘিরে ফেলে এবং গ্রেফতার করা হয় বীরেন কর ও প্রশান্ত রক্ষিত নামে ২ দুই যুবককে। ধৃত ২ যুবকের বাড়ি বাঁকুড়ার রাজগ্রাম বলে জানা গেছে। জেরার মুখে ধৃতরা স্বীকার করেছে উড়িষ্যা থেকে গাঁজা এনে এই রাজ্যর বাঁকুড়া, আসানসোল সহ বেশ কিছু এলাকায় তাঁরা গাঁজা সরবরাহ করতো।
বুধবার কোকওভেন থানার পুলিশ ধৃত দুই যুবককে ৮ দিনের পুলিশি হেফাজত চেয়ে আসানসোল আদালতে পেশ করে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে। পুলিশ জানার চেষ্টা করছে শিল্পাঞ্চলের কোন বড় অপরাধ চক্র এর সঙ্গে জড়িত রয়েছে কিনা। সাদা রঙের বোলেরো গাড়িটিও আটক করেছে পুলিশ।