বড় অঙ্কের বিদ্যুতের বিল মেটানো থেকে মুক্তি পেতে পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইছাপুর পঞ্চায়েতে বসানো হল সৌর বিদ্যুতের প্যানেল। পঞ্চায়েতের প্রধান উত্তম মণ্ডল জানান, সমগ্র পঞ্চায়েত অফিস ভবনের জন্য প্রত্যেক তিন মাসে মোটা অঙ্কের বিল দিতে হয় বিদ্যুৎ দফতরকে। যদি সেই টাকা বাঁচিয়ে রেখে সমাজের কল্যাণমূলক কাজে লাগানো যায়, তার জন্যই চিন্তাভাবনা হয় সোলার পয়ানেল লাগিয়ে সমগ্র পঞ্চায়েত ভবনের বিদ্যুতের বিল বাঁচানোর। আজ সেই ভাবনা বাস্তবায়িত হল। উদ্বোধন হল পঞ্চায়েত ভবনের রুফটপ সোলার প্যানেলের।

এই সোলার প্যানেল প্রকল্পের উদ্বোধন করলেন পান্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিধায়ক ইছাপুর পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি এও জানান, তাঁর এলাকায় মোট ১২টি পঞ্চায়েতের প্রধানদের এই ইছাপুর পঞ্চায়েতে এসে দেখে যাওয়া উচিত। বিধায়ক বলেন, ‘শুধু পাণ্ডবেশ্বর বিধানসভাই নয়, সমগ্র পশ্চিম বর্ধমানের মধ্যে ইছাপুর পঞ্চায়েতেই এই প্রথম সৌর বিদ্যুতের মাধ্যমে পঞ্চায়েত ভবনের বিদ্যুতের চাহিদা মেটানো হবে। এই অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি সুজিত মুখার্জী সহ অন্যান্যরা।

Like Us On Facebook