দুর্গাপুর ইস্পাত নগরী সংলগ্ন বসুন্ধরা পার্কের একটি জলাশয় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম পুষ্পেন্দ্র কুমার দুবে(২২)। এ-জোনের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন পুষ্পেন্দ্র। থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। শনিবার সকালে পুলিশ জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টা নাগাদ সাইকেল নিয়ে বাড়ি থেকে বেড়িয়েছিলেন পুষ্পেন্দ্র। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। শনিবার সকালে বসুন্ধরা পার্কের একটি জলাশয়ে স্থানীয়রা এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
এদিকে, পুষ্পেন্দ্রর বাবা পঙ্কজ দুবে ছেলের বন্ধুদের কাছ থেকে জানতে পারেন, পুষ্পেন্দ্র বসুন্ধরা পার্কের দিকে যেতে পারে। সেইমতো শনিবার সকালেই পঙ্কজবাবু ও পরিবারের অন্যান্যরা বসুন্ধরা পার্কে ছুটে যান। সেখানে গিয়ে জলাশয়ের সামনে ভিড় দেখে জলাশয়ের দিকে দৌড়ে যান পুষ্পেন্দ্রর পরিবারের লোকজন। সেখানে জলাশয় থেকে উদ্ধার হওয়া দেহটি পুষ্পেন্দ্রর বুঝতে পেরেই কন্নায় ভেঙে পড়েন পুষ্পেন্দ্রর পরিবারের লোকজন। পঙ্কজবাবু বলেন, ‘ছেলে ওখানে কেন গেল সেটাই বুঝতে পারছি না।’ পুষ্পেন্দ্রর মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?