১৯৫৫ সালে নির্মিত সেতু। কিন্তু বছর দুয়েক আগে এক-দু’বার সংস্কারের পর আর এই সেতু নিয়ে তেমন ভাবে মাথা ঘামায়নি পূর্ত দফতর। বেহাল দশায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই সেতুটি। অথচ দুর্গাপুরের ৪৩ নং ওয়ার্ডের অন্তর্গত শ্যামপুরে ৯ নং রাজ‍্য সড়কের উপর দামোদর ক্যানেল সেতুটি ২ নং জাতীয় সড়কের মুচিপাড়া থেকে দামোদর ব্যারেজ হয়ে বাঁকুড়া, মেদিনীপুর, খড়গপুর সহ দক্ষিণ ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকে।

দুর্গাপুর ব‍্যারেজ নির্মাণের সঙ্গে শ‍্যামপুরে এই সেতুটি নির্মাণ করা হয়। শিল্পাঞ্চলের সঙ্গে দক্ষিণ ভারত সহ বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের যোগাযোগ রক্ষা করা এই সেতুটির উপর দিয়ে দিনরাত বিভিন্ন সামগ্রী সহ ভারী যন্ত্রপাতি বোঝাই ট্রাক, ট্রেলার ও যাত্রী বোঝাই বাস যাতায়াত করে। অথচ পূর্ত দফতরের কর্মকর্তারা এই বেহাল সেতুতে দশ টনের বেশি ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করে দিয়েই দায়িত্ব সেরেছেন। গুরুত্বপূর্ণ শ‍্যামপুরের এই সেতুটি দীর্ঘদিন সংস্কারের অভাবে যেকোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে স্থানীয় মানুষের অভিযোগ।

দুর্গাপুর পৌরসভার সহযোগিতায় পূর্ত দফতর় এই সেতুর বিকল্প হিসেবে পাশেই একটি নতুন সেতু নির্মাণ শুরু করায় পুরানো সেতুটির যে সংস্কার প্রয়োজন সেই ব্যাপারে আমল দিচ্ছে না কোন পক্ষ বলে স্থানীয় মানুষের অভিযোগ। স্থানীয় মানুষের আরও অভিযোগ, নতুন সেতুটি নির্মাণ সম্পন্ন হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। ততদিন পুরানো সেতুটি ওভারলোডেড যানবাহনের ধকল নিতে গিয়ে যেকোন সময় ভেঙে পড়তে পারে। স্থানীয় মানুষ বলেন, আমরা পুরানো সেতুটির জন্য সব সময় আতঙ্কে দিন কাটাচ্ছি।


Like Us On Facebook