মাঝেরহাট ব্রিজের সংস্কারের জন্য ৩ কোটি টাকার প্রয়োজন ছিল। অর্থ দফতর দেয়নি কেন? পোস্তা ব্রিজ দুর্ঘটনার তদন্ত রিপোর্ট এখনও পাওয়া গেল না। রিপোর্ট গেল কোথায়? বৃহস্পতিবার দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকায় এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রতিক মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনা নিয়ে সোচ্চার হয়ে বৃহস্পতিবার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

সুজনবাবু বলেন, মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনার তদন্ত কমিটি সবে গড়া হয়েছে অথচ মুখ‍্যমন্ত্রী মেট্রো রেলকে দোষারোপ করে দিলেন। এর থেকেই বোঝা যাচ্ছে তদন্ত রিপোর্ট কি হতে চলেছে। সুজনবাবু এদিন শিল্পনগরী দুর্গাপুরের সার্বিক উন্নয়ন, শ্রমিকদের স্বার্থ রক্ষা ও রাষ্ট্রীয় মালিকানাধীন কলকারখানাগুলির শ্রমিক স্বার্থে পুনর্জীবন দাবি করেন। সুজন চক্রবর্তী এদিন গত দুর্গাপুর পৌরসভা নির্বাচনে দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষের ভোটাধিকার হরণের প্রসঙ্গ তুলে সভায় অন্যান্য দাবির সঙ্গে সঙ্গে শিল্পাঞ্চলের প্রতিটি ভোটারের ভাটাধিকার প্রয়োগের অধিকারের দাবিতেও সোচ্চার হন। বৃহস্পতিবার প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সভায় প্রচুর সিপিএম কর্মীদের জমায়েত হয়।

Like Us On Facebook