.
প্রধানমন্ত্রীর সভার ছবি জায়ান্ট স্ক্রীনের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরার প্রস্তুতি করতে গিয়ে শুক্রবার নেহেরু স্টেডিয়ামে সংশ্লিষ্ট সংস্থার এক কর্মী বিদ্যুতের খুঁটি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন। আহত কর্মীর নাম কার্তিক বাউরি। তিনি জায়ান্ট স্ক্রিনে কেবল সংযোগের কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। কার্তিকবাবু একটি বিদ্যুৎতের খুঁটিতে উঠতেই হুড়মুড়িয়ে পড়ে গুরুতর কোমরে চোট পান। তড়িঘড়ি নেহেরু স্টেডিয়ামে উপস্থিত সকলে আহত ওই কর্মীকে উদ্ধার করে বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে পাঠায়।
Like Us On Facebook