ফাইল চিত্র

প্রাথমিক শিক্ষকদের বেতন বঞ্চনা নিয়ে মহকুমাশাসক থেকে জেলাশাসক, শিক্ষা মন্ত্রী ও রাজ্যপালের দ্বারস্থ হওয়ার পরও কোন ফল না পেয়ে শেষমেশ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দারস্থ হচ্ছেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ অনুমোদিত বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের সদস্যরা। শনিবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক জনসভা। জনসভায় স্বয়ং প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যার কথা যেমন তুলে ধরবেন তেমনই দেশের সামগ্রিক অবস্থাও তুলে ধরবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা ঘোষণা করবেন বলে বিশ্বাস বিজেপি কর্মীদের।

এদিকে প্রাথমিক শিক্ষকদের বেতন বঞ্চনা সহ বিভিন্ন সুযোগ-সুবিধা ও তার সমস্যা সমাধানের জন্য পিআরটি স্কেল পে-কমিশনে যাতে প্রতিফলিত হয় এবং বাম আমল থেকে বর্তমানের শাসক দল প্রাথমিক শিক্ষকদের বঞ্চিত করে মাদ্রাসা শিক্ষকদের উল্টে প্রয়োজনীয় বাড়তি সুবিধা দিচ্ছে বলে দাবি করে একটি স্মারক লিপি তৈরি করে প্রধানমন্ত্রীর সভামঞ্চে রাজ্য বিজেপি নেতৃত্বের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের কর্মকর্তারা। সংগঠনের কর্তা চিরঞ্জীব ধীবর বলেন, ‘আমরা প্রাথমিক শিক্ষকরা পশ্চিমবঙ্গে বেতন বঞ্চনার শিকার। পিআরটি স্কেল চালুর জন্য দীর্ঘ দিন ধরে আমরা আন্দোলন করছি মাঠে ময়দানে। কিন্তু রাজ্য সরকার আমাদের কথায় কর্ণপাত করছে না। আমরা ন্যায় বিচার পাচ্ছি না। উল্টে রাজ্য সরকার উদ্যোগী হয়ে মাদ্রাসাগুলিতে বাড়তি সুযোগ সুবিধা দিচ্ছে। বেতন বৈষম্য দূর করতে আমরা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় প্রয়োজনীয় বেতন কাঠামো লাগু করতে উদ্যোগী হতে আবেদন করতে একটি অনুরোধ পত্র দিচ্ছি।’ চিরঞ্জীব ধীবরের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূর করতে উদ্যোগী হবেন।

ফাইল চিত্র
Like Us On Facebook