অক্সিজেন গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যু এবং দু’জন আহত হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বুধবার বিকেলে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানার প্রধান গেট সংলগ্ন একটি বেসরকারি গ্যাস রিফিলিং প্ল্যান্টে। সূত্রের খবর, স্থানীয় এলাকার বাসিন্দা গোরা গোপ(৫৩) কারখানায় অক্সিজেন গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরার সময় আচমকাই ব্লাস্ট করে যায় সিলিন্ডারটি। ছিন্নভিন্ন হয়ে যায় কর্মরত শ্রমিকের দেহ। অপর দু’জন শ্রমিক গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল যে এদিকে কারখানার শেডটির একাংশ উড়ে যায়। এরপর ঘটনার খবর পেয়ে বাকি শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। ঘটনাস্থলে ছুটে আসেন মৃতের পরিবার। মৃতদেহ ফেলে রেখে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে ছুটে আসেন ঠিকাদারও। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্থার গাফিলতির কারণেই এই দুর্ঘটনা। ন্যন্যতম নিরাপত্তা ও সুরক্ষা বিধি মানে না ওই ঠিকাদার ও কারখানা কর্তৃপক্ষ। আরও অভিযোগ, শ্রমিকদের ন্যূনতম বেতন দেওয়া হয় না, পিএফ ও ইএসআই-এর সুযোগও পান না শ্রমিকেরা।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় ও দীপঙ্কর লাহা। প্রভাতবাবু জানান, কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তাই কারখানা কারখানা কর্তৃপক্ষের কাছে তাঁর দাবি মৃত শ্রমিকের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দিতে হবে। যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।