মেমারি থানার রসুলপুর কোল্ড স্টোরেজে চাষীদের রাখা প্রায় ১ লক্ষ ২০ হাজার বস্তা আলু নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় এবার পরিস্থিতি ঘোরালো হয়ে উঠল। ক্ষতিপূরণের দাবিতে বুধবার জেলাশাসকের কাছে বিক্ষোভ দেখালেন এলাকার চাষীরা। এদিন চাষীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার চাষীরা উৎপাদিত আলু ওই হিমঘরে রাখেন। সম্প্রতি তাঁরা জানতে পারেন প্রায় ১ লক্ষ ২০ হাজার প্যাকেট আলু নষ্ট হয়ে গেছে। এই ঘটনায় তাঁরা ক্ষতিপূরণের দাবি জানান। রাস্তা অবরোধও করেন। এরপরই জেলাশাসকের পৌরোহিত্যে চাষী, হিমঘর মালিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ৯০০ টাকা করে বস্তা পিছু (৫০ কেজি) ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। যা মেনে নেন হিমঘর মালিক।

চলতি জুন মাসের ২১ ও ২২ তারিখ এই ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা ছিল মালিকপক্ষের। সেই মোতাবেক তাঁরা মঙ্গলবার হিমঘরে টাকার জন্য গেলে দেখতে পান হিমঘরের গেটে একটি নোটিশ দেওয়া রয়েছে ২১ ও ২২ জুন হিমঘর বন্ধ। এই ঘটনার পরই এলাকার চাষীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার তাঁরা জেলাশাসকের কাছে তাঁদের দাবি নিয়ে আসেন। চাষীরা জানিয়েছেন, ২৭ জুন বর্ধমানে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য এদিন জেলাশাসকের কাছে আবেদন করেছেন। অন্যদিকে, জানা গেছে, ওই হিমঘর মালিক এই ঘটনায় হাইকোর্টে মামলা দায়ের করেছেন। ফলে পরিস্থিতি ক্রমশই ঘোরালো হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Like Us On Facebook