.

দুর্গাপুরের অঙ্গদপুর শিল্পতালুকে এক শ্রমিকের উপর প্রায় ১ টন চুনের বস্তা পড়ে গেলে ওই শ্রমিক মারা যায়। জানা গেছে মৃত শ্রমিকের নাম যোগেন্দ্র সাউ, ৪০ বছর বয়স। কোকওভেন থানা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে অঙ্গদপুর শিল্প তালুকের শ্যাম ফেরো কারখানায় কাজ করার সময় যোগেন্দ্রর গায়ে প্রায় ১টন ওজনের চুনের বস্তা হঠাৎ পড়ে যায়। ঘটনাস্থলেই যোগেন্দ্র মারা যায়। এই ঘটনায় কারখানার শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।

Like Us On Facebook