বার্নপুরে আততায়ীর গুলিতে মৃত্যু হল এক প্রৌঢ়ের৷ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি আসানসোল পুরসভার অন্তর্গত দশ নম্বর গেট ও ভারতী ভবনের মাঝে ঘটে৷ মৃতের নাম ফরিদ আলম। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম হলে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জানা গেছে, এদিন সন্ধ্যায় বার্নপুরের ধরমপুর নিবাসী ফরিদ আলম (৭০) সন্ধ্যায় ঘুরতে বেরিয়েছিলেন। সেই সময় আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে ফরিদ আলম কাঁধে ও তলপেটে গুরুতর চোট পান। এরপর তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য বার্নপুরের ইস্কো হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেণ৷ জানা গেছে, ফরিদ আলম বার্নপুর ধরমপুরের ব্যবসায়ী ইমতিয়াজের বাবা৷ ঘটনার খবর পেয়ে আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি সহ অন্যান্যরা হাসপাতালে যান ফরিদ আলমকে দেখতে।

Like Us On Facebook