.

রবিবার দামোদর ব্যারেজ থেকে ৩৪১৫০ কিউসেক জল ছাড়া হয়েছে। কয়েকদিন ধরে অতিবৃষ্টির ফলে দামোদর ব্যারেজে জলের পরিমাণ বাড়তে থাকে। যদিও ডিভিসির মাইথন থেকে এখনও পর্যন্ত জল ছাড়ার কোন খবর নেই। কিন্তু রবিবার দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে ৩৪১৫০ কিউসেক জল ছাড়া হয়েছে বলে সেচ দফতর সূত্রে জানা গেছে। এদিন দামোদর ব্যারেজের জল ছাড়া দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। করোনা আবহে গৃহবন্দি অনেকেই এদিন একঘেয়েমি কাটাতে দামোদর ব্যারেজের জল ছাড়া দেখতে যান। ভিড় হতেই ব্যারেজ সংলগ্ন জায়গায় বিভিন্ন দোকানের পসরা নিয়ে বিভিন্ন ঠেলা গাড়ি জড়ো হয়। অল্প কিছুক্ষণের জন্য হলেও এদিন ব্যারেজ থেকে জল ছাড়া দেখতে দামোদর ব্যারেজে কার্যত মানুষের ঢল নামে।


Like Us On Facebook