ট্রাক্টর উল্টে ট্রেলারে থাকা সিমেন্টের পিলার চাপা পড়ে ২ জনের মৃত্যু হল এবং ঘটনায় আহত ৪। ঘটনাটি ঘটেছে গুসকরা-মানকর রোডের ধাড়াপারা মোড় এলাকায়। মৃত সুজন বাগদী ও সুদেব বাগদীর বাড়ি গলসির সুন্দলপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গুসকরা ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গলসির সুন্দলপুরের কয়েকজন বাসিন্দা মানকর থেকে ট্রাক্টরে করে সিমেন্টের পিলার বোঝাই করে গুসকরার দিকে আসছিলেন।ধাড়াপাড়া মোড় এলাকায় ট্রাক্টরটি বিকট আওয়াজ করে উল্টে যায়। ঘটনার পর অন্যান্যরা লাফ দিয়ে সরে গেলেও চাপা পড়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।আহত হন ৪ জন। পুলিশ এসে ট্রাক্টরটিকে সরিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়। ঘটনার জেরে বেশকিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে গুসকরা-মানকর রোড।
Like Us On Facebook