শনিবার বিকেল থেকে কাঁকসার শিবপুরে অজয় নদে বাড়ছে জলের স্তর। অস্থায়ী ব্রিজ ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তৎপর পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা এবং বীরভূমের ইলামবাজার থানার পুলিশ। শিবপুরে অজয়ের অস্থায়ী ব্রিজ দিয়ে প্রত্যেকদিন বহু মানুষের যাতায়াত। নিম্নচাপের জেরে ঝাড়খন্ডে বৃষ্টিপাত হচ্ছে আর সে কারণেই অজয়ে জলের স্তর বাড়ছে এমনটাই জানা যাচ্ছে।
রবিবার সকাল থেকেই প্রশাসন এই অস্থয়ী ব্রিজ সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে। বড় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ। জলের স্তর আরও বাড়লে ওই ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। অস্থায়ী ব্রিজের কিছুটা অংশ ধসে গিয়েছে এবং জলের চাপে ধসে যাচ্ছে। যেকোন মুহূর্তে অজয়ের অস্থায়ী ব্রিজ ভেঙে যেতে পারে এমনটাই আশঙ্কা করছেন এলাকাবাসীরা। ঝুঁকিপূর্ণ অবস্থায় ছোট গাড়ি যাতায়াত হচ্ছে এই অস্থায়ী ব্রিজের উপর দিয়ে। সকাল থেকেই মাছ ধরতে ভিড় জমাচ্ছেন মৎস্যজীবীরা।
বিদবিহার পঞ্চায়েতের সদস্য স্বপন সুত্রধর বলেন ‘অজয়ে জল বাড়ছে। বিদবিহার পঞ্চায়েত নজর রাখছে পরিস্থিতির উপরে। ভাড়ী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি চলাচল শুরু না হওয়া পর্যন্ত জয়দেব – শিবপুর দিয়ে যাতায়াত একপ্রকার বন্ধ, যার ফলে বহু পরিবারের জীবিকার উপরে প্রভাব পড়বে।’ স্থানীয় বাসিন্দারা বলেন, ‘দুই জেলার বহু বাসিন্দা এই অস্থায়ী সেতু দিয়েই যাতায়াত করে এবং ব্যবসা করে সংসার চালায় বহু পরিবার। এই মুহুর্তে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হছে। কিন্তু অস্থায়ি সেতু ভেসে গেলে সমস্যায় পড়তে হবে আমাদের। ফেরিঘাট চালু হলে কিছুটা সমস্যার সমাধান হবে।’ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাকা সেতু তৈরির কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মুখ্যমন্ত্রী পাকা সেতু তৈরির কাজ দ্রুত শেষ করার জন্য উদ্যোগ নিক।