টিউশন শিক্ষকের সঙ্গে পিকনিক করতে এসে কাঁকসার দেউলে অজয় নদের জলে তলিয়ে গেল কিশোর। স্থানীয়দের তৎপরতায় বেশ কিছুক্ষণ পর উদ্ধার হয় কিশোরের নিথর দেহ। মৃত কিশোরের নাম সন্দীপ বারুই, বয়স আনুমানিক ১৬। দুর্গাপুরের বেনাচিতির সুভাষপল্লীর বাসিন্দা।
বুধবার সকালে টিউশন শিক্ষকের সঙ্গে দেউলে পিকনিক করতে আসে সন্দীপ। বন্ধুদের সঙ্গে অজয়ের জলে স্নান করতে নেমেই ঘটে বিপত্তি। সাঁতার না জানায় অজয়ের জলে তলিয়ে যায় সন্দীপ। বন্ধুরা বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হয় কিশোরের নিথর দেহ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, অজয়ের এই জায়গায় অবৈধভাবে বালি তোলা হত, ফলে গর্ত তৈরি হয়েছে এই জায়গায়। যার জেরেই এই মর্মান্তিক ঘটনা বলে দাবি স্থানীয়দের।