বচসা থেকে শ্যুটআউট, অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক তৃণমূল কর্মী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কেন্দ্রা গ্রামের হাটতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল দশটা নাগাদ কেন্দ্রা হাটতলায় কালাম খান নামে এক যুবকের সঙ্গে বচসা বাধে শ্যামাপদ দাস নামে এক ব্যক্তির। শ্যামাপদ ওই যুবককে মারধর করে বলে অভিযোগ। ঘটনাটি যুবক তাঁর কাকা তৃণমূল কর্মী নূর মহম্মদ খানকে ফোন করে জানান। ছেলে ফিরোজকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ নূর মহম্মদ বাইক নিয়ে ঘটনাস্থলে চলে আসেন। তখন নূর মহম্মদকে লক্ষ্য করে শ্যামাপদ গুলি চালায় বলে অভিযোগ। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়বার গুলি চালানোর চেষ্টা করে শ্যামাপদ কিন্তু বন্দুকটি লক হয়ে যায়। এর পরই এলাকা থেকে চম্পট দেয় শ্যামাপদ।

দিনের বেলায় প্রকাশ্যে শ্যুটআউটের ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, অভিযুক্ত শ্যামাপদ বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত। শান্ত পান্ডবেশ্বর এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। আজকের এই ঘটনা তারই প্রমাণ। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান নরেন্দ্রনাথবাবু। এই ব্যাপারে বিজেপির কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পান্ডবেশ্বর থানা সূত্রে জানা গেছে।

Like Us On Facebook