মানুষ ও পাখির বন্ধুত্বের এক ভিডিও দুর্গাপুরে সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। কাঁকসার প্রাথমিক বিদ্যালয়ে ছোট্ট পড়ুয়া অঙ্কিতার সঙ্গে বনাঞ্চলের এক শালিক পাখির‌ বন্ধুত্ব এখন স্থানীয় মানুষের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট অঙ্কিতার সঙ্গে শালিক পাখিটির হঠাৎই বন্ধুত্ব হয়। অঙ্কিতা স্কুলে এলে শালিক পাখিটিও অঙ্কিতার সঙ্গে স্কুলে আসে। স্কুল শুরুর আগে প্রার্থনার সময়ে শালিক পাখিটিও অঙ্কিতার সঙ্গে থাকে। তারপর ক্লাস শুরু হলে ক্লাসের বেঞ্চে বসে থাকে অঙ্কিতার সঙ্গে। স্কুলের শিক্ষকরাও অবাক ছোট্ট অঙ্কিতার সঙ্গে পাখিটির বন্ধুত্ব দেখে। আবার স্কুল ছুটি হয়ে গেলে অঙ্কিতা যখন বাড়ি ফিরে যায় তখন অঙ্কিতার সঙ্গে শালিক পাখিটিও অঙ্কিতার বাড়ি উড়ে যায়। যেদিন অঙ্কিতা স্কুলে আসে না সেদিন শালিক পাখিটিও স্কুলে আসে না। শালিক পাখিটি স্থানীয় বনাঞ্চল থেকে সরাসরি অঙ্কিতার বাড়ি উড়ে গিয়ে অঙ্কিতার কাছেই বসে থাকে। অঙ্কিতার সঙ্গে খেলা করে এবং অঙ্কিতার সঙ্গেই খাবার খায়। অঙ্কিতার সঙ্গে শালিক পাখিটির এই বন্ধুত্ব দেখে সকলেই অবাক।

Like Us On Facebook