কাঁকসার শিবপুরে অজয় নদের উপর অস্থায়ী ব্রিজ জলের তোড়ে ভেসে গেল। এই অস্থায়ী সেতু ভেঙে যাওয়াতে বিপাকে পড়েছেন নদের দুই পাড়ের বাসিন্দারা। সেতু ভেঙে যাওয়াতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই রাস্তা দিয়ে পশ্চিম বর্ধমান এবং বীরভূমের যোগাযোগ। এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন বহু পণ্যবাহী গাড়ি সহ মানুষ রুজিরুটির জন্য যাতায়াত করেন।

জানা গেছে, রবিবার রাতে ভেসে যায় এই অস্থায়ী ব্রিজ। সোমবার সকাল থেকেই ব্যাপক সমস্যার মধ্যে পড়েন দুই জেলার ব্যবসায়ীরা এবং নিত্যদিন যাতায়াতকারী মানুষজন। দুই জেলার মধ্যে যোগাযোগের অন্য রাস্তা থাকলেও সেই ঘুরপথ ধরে নিত্যযাত্রীদের যাতায়াত করা অনেক সময় সাপেক্ষ। এইজন্য অজয়ের দুই পাড়ের বাসিন্দারা সমস্যায় পড়েছেন। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা এবং বীরভূম জেলার ইলামবাজার থানার পুলিশের কড়া নজরদারি রয়েছে নদীর পার্শ্ববর্তী এলাকাগুলিতে। জলের স্রোত কিছুটা কমলে অস্থায়ী ব্রিজ মেরামতির কাজ হবে এমনটাই প্রশাসনিক সূত্রে খবর।

Like Us On Facebook