জলদান মহৎ দান। এই স্লোগানকে সামনে রেখে দুর্গাপুর নগর নিগমের ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা ৫ নং বোরো চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব, দুর্গাপুর নগর নিগমের সহযোগিতায় সকলের জল পানের জন্য বুধবার এক জলসত্রের উদ্বোধন করেন কাদারোড এলাকায়। দুর্গাপুর শিল্পাঞ্চলে গরমে হাঁসফাঁস করছে মানুষ। পথ চলতি মানুষের এক গ্লাস জলের অভাবে প্রাণ যাবার জোগাড়। সেই অভাব পূরণের লক্ষ্যে ২ নং জাতীয় সড়কের পাশে পথ চলতি মানুষের স্বার্থে বুধবার এক জলসত্রের উদ্বোধন করেন ৫নং বোরো চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব । এদিনের জলসত্র উদ্বোধন অনুষ্ঠানে এলাকার মানুষজন উৎসহের সঙ্গে যোগদান করেন।
Like Us On Facebook