প্রমিলা বাহিনী হাতে লাঠি নিয়ে ফের মদের ঠেক ভাঙল দুর্গাপুরে। দুর্গাপুরের ১৪ নং ওয়ার্ডের ওল্ড কোর্টের বিভিন্ন এলাকায় বুধবার এলাকার মহিলারা জড়ো হয়ে হাতে লাঠি নিয়ে একের পর এক মদের দোকান ভেঙে দেন। যদিও মদের দোকানদাররা দোকান ভাঙচুর দেখেও মহিলা ইউনিটির বিরুদ্ধে  প্রতিরোধ না গড়ে ভয় পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ওল্ড কোর্ট এলাকার বাসিন্দা সীতা বাল্মীকি, জ্যোতি মন্ডল, লক্ষী কুন্ডুদের অভিযোগ স্থানীয় পুলিশ প্রশাসনকে বার বার মদের ঠেক তুলতে অভিযোগ জানিয়ে কোন ফল না হওয়ায় আমরা নিজেরাই এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে মদের ঠেক ভাঙতে আইন হাতে তুলে নিলাম। সীতা, লক্ষীদের আরো অভিযোগ এক শ্রেণীর পুলিশের সহযোগিতায় এই সব বেআইনি মদের ঠেকগুলি রমরমিয়ে চলছে আর আমাদের পরিবারগুলির সর্বনাশ হচ্ছে। এই মদের ঠেকের জন্য এলাকায় সমাজ বিরোধীদের বাড়বাড়ন্তে এলাকাবাসীর নাভিশ্বাস উঠছে অথচ পুলিশ জেগেও ঘুমিয়ে রয়েছে। প্রমিলা বাহিনীর মদের ঠেক ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। একই ভাবে গত দুই মাস আগে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বার্ণ স্ট্যান্ডার্ডের পরিত্যক্ত কারখানায় এলাকার মহিলারা পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলে কোকওভেন থানায় বিক্ষোভ দেখায় এবং মেন গেটেও মদের দোকান নিয়ে এলাকার বাসিন্দারা সরব হন।

Like Us On Facebook