বৃহস্পতিবারের রাতের ক্ষণিকের বৃষ্টি ভাসিয়ে দিল দুর্গাপুরের কোর্টের জিআরও অফিস। জিআরও আদালতের একটি গুরুত্বপূর্ণ অফিস যেখানে আদালতের গুরুত্বপূর্ণ বহু নথি রেকর্ড রুমে রাখা হয়। শুক্রবার অফিসে এসেই জিআরও অফিসের আধিকারিক ও কর্মীদের চক্ষু চড়কগাছ হয়ে ওঠে অফিসের জল থৈ থৈ অবস্থা দেখে। কাল বিলম্ব না করে অফিসের কাজ শিকেয় তুলে ঝাঁটা হাতে জল বের করে রের্কড রুম সুরক্ষিত রাখতে নেমে পড়েন কর্মীরা। কয়েক বছর আগেও একই দৃশ্য দেখা গিয়েছিল দুর্গাপুরের কোর্টের এই জিআরও অফিসেই। বহুদিন পরও তার পট পরিবর্তন না হওয়ায় প্রশাসনিক মহলে জোর গুঞ্জন ওঠে।
Like Us On Facebook