.

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুরে বিভিন্ন এলাকায় বুধবার থেকে ওয়ার্ড ভিত্তিক প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে বুধবার দুর্গাপুরের ৩০ নং ওয়ার্ডে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল স্থানীয় দলীয় কর্মীদের নিয়ে প্রচার করেন। দুর্গাপুরের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি ও ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শরবিন্দু বিশ্বাসের নেতৃত্বে ১৪ নং ওয়ার্ডে বিজেপি হঠাও দেশ বাঁচাও শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন এলাকায় প্রচার মিছিল বের হয়।


Like Us On Facebook