.

প্রাকৃতিক বিপর্যয়ে আলু চাষে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। অন্যদিকে ফলন ভাল হলেও চাহিদার অভাবে ক্ষতির মুখে গোলাপ চাষিরা। চৈত্রমাসে শুধুমাত্র বিবাহ না থাকা এবং কোন উৎসব না থাকায় ক্ষতির মুখে পড়েছেন গোলাপ চাষিরা। সিজনে যেখানে এক একটি গোলাপ বিক্রি হয় ৫ থেকে ৩০ টাকা দামে। সেখানে বর্ধমান শহরে দেখা গেল ৫০ পিস গোলাপ কেবলমাত্র ৩০ টাকায় বিক্রি করে দিচ্ছেন গোলাপ চাষিরা। একদিকে যখন চাষিরা ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় কম দামে গোলাপ বিক্রি করতে বাধ্য হচ্ছেন, তখন কম দামে গোলাপ কিনতে ভীড় জমাচ্ছেন শহুরে তরুণ-তরুণি থেকে নানা বয়সী ব্যক্তিরা। বর্ধমানের কৃষ্ণসায়র পার্ক এলাকায় এমনই চিত্র দেখা গেল বুধবার। চাষিরা গাড়ি বোঝাই করে শয়ে শয়ে গোলাপ বিক্রি করছেন সামান্য টাকার বিনিময়ে।

Like Us On Facebook