শুক্রবারই রাতে পূর্ব বর্ধমান জেলায় চলে এসেছিল দুই কোম্পানী আধা সামরিক বাহিনী। এর মধ্যে এক কোম্পানী কাটোয়া মহকুমায় এবং অন্য আর এক কোম্পানী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ মোড়ে আন্তর্জাতিক ছাত্রাবাসে এসে উঠে। আর শনিবার সকাল থেকেই বর্ধমানের বিভিন্ন এলাকা যেখানে বিগত দিনে রাজনৈতিক সংঘর্ষ ঘটেছে সেই সব এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। এদিন সকালে এরিয়া ডোমিনেশনে গিয়ে বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠে শান্তি বজায় রাখার আবেদন করলেন কেন্দ্রীয় জওয়ানরা। সাধারণ মানুষের কাছে তাঁরা আবেদন করলেন শান্তি বজায় রাখুন, কোন রকমের কোন সমস্যা হলে আমাদেরকে বলুন।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলায় এসে পৌঁছায় ২ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকাল থেকেই তাঁরা বর্ধমান থানা, দেওয়ানদিঘী থানা ও শক্তিগড় থানার বিভিন্ন জায়গায় রুট মার্চ করে। পাশাপাশি এলাকা ও বাড়ি ধরে ধরে গত বিধানসভা ভোটে অভিযোগকারী ও অভিযুক্ত সকলের কাছে গিয়ে এলাকার শান্তি বজায় রাখার ও যেকোন রকমের নিরাপত্তাজনিত সমস্যার কথা তাঁদের বলার জন্য আবেদন করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভয়, ভীতি অতিক্রম করে ভোটাররা যাতে নিজেদের ভোট সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে দিতে পারেন তা সুনিশ্চিত করতেই তাঁরা এসেছেন বলে জওয়ানরা জানিয়েছেন।

Like Us On Facebook