.
রাজ্যে বিধানসভা ভোট আসন্ন। যে কোন দিন ঘোষণা হবে ভোটের নির্ঘন্ট। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় জোরকদমে শুরু হয়েছে রাজনৈতিক দলের দেওয়াল লিখন। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপির কাঁকসা ৪ নম্বর মণ্ডলের আমলাজোরা অঞ্চলের আইমা গ্রামে দেওয়াল লিখন শুরু করলো বিজেপি কর্মী সমর্থকরা। এদিন আইমা গ্রামের ২৮০ নম্বর বুথে বেশ কয়েকটি বাড়িতে দেওয়াল লিখল বিজেপি কর্মী সমর্থকরা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেওয়াল লিখন শুরু হলেও প্রার্থী ঘোষণা না হওয়ার জন্য প্রার্থীর নাম ছাড়াই বিজেপি কর্মীরা দেওয়াল লিখন করলেন আইমা গ্রামে। বিজেপি কর্মীদের দাবি আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে। কারন মানুষ স্বেচ্ছায় দেওয়াল লিখনের জন্য তাদের দেওয়াল দিচ্ছেন। অপরদিকে শাসকদলের কর্মীরাও দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন। রবিবার দুর্গাপুরের পানাগড় এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীরাও ভোটের প্রচারে দেওয়াল লিখন শুরু করলেন। রাজ্যে ক্ষমতা ধরে রাখার লক্ষে তৃণমূল কর্মীরাও কোমড় বেঁধে ভোটের ময়দানে নেমে পড়েছেন।