এবার আসন্ন বিধানসভা নির্বাচনে খোকন দাসকে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী চেয়ে ব্যানার টাঙানো বর্ধমান পৌরসভার ৩ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর মাঠ এলাকায়। হিন্দিভাষী সমাজের পক্ষ থেকে দেওয়া এই ব্যানারে তৃণমূলের দলীয় প্রতীক ও মমতা ব্যানার্জীর ছবিও ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ব্যবহার করা হয়েছে খোকন দাসেরও ছবি। পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস এই বিষয়ে জানিয়েছেন, এই পোস্টার কারা ঝুলিয়েছেন তা তাঁর জানা নেই।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতর। বিজেপির বর্ধমান সদর সাংগঠনিক জেলার সম্পাদক শ্যামল কুমার রায় জানিয়েছেন এটা তৃণমূলের কালচার। মমতা ব্যানার্জীও মঞ্চ থেকেই নন্দীগ্রামের প্রার্থী হিসাবে নিজেকে ঘোষণা করেছেন। তার ভাইয়েরাও সেই কালচারে অভ্যস্ত। যদিও তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা কমিটির মুখপত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, কে প্রার্থী হবে এটা দলই ঠিক করবে। খোকন দাস আমাদের দলের নেতা। দল যাকে প্রার্থী হিসাবে ঘোষণা করবে তাঁকেই সবাই মেনে নেবে।

Like Us On Facebook