রাস্তার দাবিতে লাগাতার প্রশাসনের কাছে আবেদন নিবেদন জানিয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু তাতেও কাজ হয়নি। পঞ্চায়েত নির্বাচনের সূচনার প্রথমেই জামালপুরের শালমূলা গ্রামের মানুষ সাফ জানিয়ে দেন, যদি তাঁদের দাবি মেনে রাস্তা করা না হয় তাহলে তাঁরা পঞ্চায়েত ভোট বয়কট করবেন।

গ্রামবাসীদের এই ঘোষণায় জামালপুরের বিডিও গ্রামবাসীদের দাবি পূরণের আশ্বাসও দেন। কিন্তু বাস্তবে সেই আশ্বাস পূরণ না হওয়ায় অবশেষে সোমবার চারদিকে যখন ভোট দেওয়ার দীর্ঘ লাইন, যখন ভোটের জন্য গোলাগুলি মারামারি তখন আর পাঁচটা দিনের মতোই নিরুত্তাপ থাকল পূর্ব বর্ধমানের জামালপুরের শালমূলা গ্রাম। গ্রামের রাস্তা চলাচলের যোগ্য হোক এ দাবি বাসিন্দাদের দীর্ঘদিনের। তাই ভোট বয়কটের মাধ্যমে অপ্রাপ্তির প্রতিবাদ জানালেন তারা। ধান ঝাড়া, কৃষিকাজ সব হল। বুথমুখো হলেন না কেউই। ভোট কর্মীরা দিনভর ফাঁকা বুথে বসে কাটিয়ে নির্দিষ্ট সময়ান্তে খালি ব্যালট বাক্স নিয়ে ফিরে গেলেন তাঁরা।


Like Us On Facebook