পশ্চিম বর্ধমান জেলার আটটি ব্লকে বিক্ষিপ্ত কিছু সন্ত্রাসের ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ ভাবে শেষ হল। সোমবার সকাল থেকেই বহু বুথে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। আপাত শান্তির পরিবেশে ভোট শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে কিছু কিছু অশান্তির খবর আসতে থাকে। বিরোধীদের অভিযোগ, শাসকদল বহিরাগতদের এনে নিজেদের মর্জি মাফিক ভোট লুঠ করেছে। যদিও শাসকদল বহিরাগতদের উপস্থিতির কথা অস্বীকার করেছে। বিকেল ৫টা পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় ৭৩.৫ শতাংশ ভোট পড়ে। নির্বাচন কমিশনের কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। অভিযোগ খতিয়ে দেখে রিপোলিং-এর ব্যাপারে আগামীকাল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এদিন অন্ডাল ও কাঁকসার বিভিন্ন জায়গায় শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বুথ দখল সহ একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে। সালানপুর, রানিগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে বুথদখল, বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে। জামুড়িয়ার শ্যামল গ্রাম পঞ্চায়েতের আলীনগর গ্রামের ১৯৯নং বুথে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ করেন নির্দল প্রার্থীর পোলিং এজেন্ট ও তার সঙ্গী। বারাবণির দেন্দুয়ার হোঁদলা গ্রামে বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ ওঠে৷ স্থানীয়দের উপর গুলিও চালানো হয় বলে অভিযোগ৷ অন্যদিকে, রানিগঞ্জ ব্লকের আমড়াসোতা পঞ্চায়েতের বাঁশড়া গ্রামে বহিরাগতদের বিরুদ্ধে দফায় দফায় বোমাবাজি, গুলি ছোঁড়া ও বুথ দখলের অভিযোগ ওঠে৷







Like Us On Facebook