সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় স্বামীজীর জন্ম জয়ন্তী পালিত হল। এদিন দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে স্বামীজির জন্ম জয়ন্তী পালন করা হয়। এদিন সৃজনী সভাঘরের সামনে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্থি সহ সমস্ত মেয়র পারিষদ ও কাউন্সিলররা। অন্ডালে স্বামীজির জন্মদিবস উপলক্ষে এক পদযাত্রার আয়োজন করা হয় এবং দুস্থদের বস্ত্র বিতরণ করা হয়।
স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে মঙ্গলবার পানাগড় বাজারে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানালেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিন বিজেপির কাঁকসা ২ নম্বর মণ্ডলের ৭ নম্বর শক্তি কেন্দ্রের উদ্যোগে পানাগড় বাজারে বিবেকানন্দের জন্মদিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান সদর জেলার বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা, কাঁকসা ২ নম্বর মণ্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালী, কাঁকসা ২ নম্বর মণ্ডলের পর্যবেক্ষক রতন প্রসাদ সাউ প্রমুখ। এদিন এবিভিপি’র পক্ষ থেকে দুর্গাপুরে একটি শোভাযাত্রা বের করা হয়।