খুনের ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের ধরতে গিয়ে গ্রামবাসীদের একাংশের হাতে আক্রান্ত আউশগ্রাম থানার আইসি, সেকেন্ড অফিসার সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। লাঠি, বাঁশ নিয়ে গ্রামবাসীদের একাংশ পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। গুরুতরভাবে জখম আইসি আব্দুর রব খান, সেকেন্ড অফিসার উত্তম পাল সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। গুরুতর জখম অবস্থায় আইসি ও সেকেন্ড অফিসারকে বর্ধমানের ১৯ নং জাতীয় সড়ক সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
গত ৯ আগস্ট আউশগ্রামের সোমাইপুরে মাঠের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় সুমি সোরেন নামে এক মহিলার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগের পরিপেক্ষিতে পুলিশ খুনের মামলা শুরু করে তদন্তে নেমে ওই ঘটনার সাথে যুক্ত কয়েকজনের সন্ধান পায়। তারপরই আজ সন্ধ্যায় সেখানে আউশগ্রাম থানার আইসি আব্দুল রব খানের নেতৃত্বে অভিযুক্তদের ধরতে যায় পুলিশ। তারপরই গ্রামবাসীদের একাংশ উত্তেজিত হয়ে পুলিশের উপর হামলা করে বলে অভিযোগ।