পূর্ব বর্ধমানের আউশগ্রামের শিবদা ঘোষপাড়ায় লক্ষ্মীপুজোয় কবিগানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা গেল গ্রামবাসীদের মধ্যে। ঘোষপাড়ার সম্প্রীতির এই পুজোয় হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই মেতে ওঠেন। পুজোকে কেন্দ্র করে উভয় সম্প্রদায়ের পরিবারেই প্রচুর আত্মীয়-কুটুম্বের আগমনে প্রণবন্ত হয়ে ওঠে আউশগ্রাম-১ ব্লকের শিবদা গ্রামের ঘোষপাড়া।

বুধবার কোজাগরী লক্ষ্মীপুজোয় শিবদা গ্রামে দেখা গেল ব্যাপক জনসমাগম। বসেছে মেলা। গ্রামে ৫-৬টি বারোয়ারি লক্ষ্মীপুজো হয়। শিবদা গ্রামে লক্ষ্মীপুজোকে ঘিরে মানুষের উৎসাহ দুর্গাপুজোর আনন্দকেও ছাপিয়ে যায়। ঘোষপাড়ায় প্রায় ৭০ বছরের এই পুজোয় বিভিন্ন সাংস্কৃতিক আনুষ্ঠানের সঙ্গে থাকে কবিগানও। এবারও তার ব্যতিক্রম হল না। বৃহস্পতিবার সকালে ঘোষপাড়ার লক্ষ্মীমন্দির চত্বরে কবিগান শুনতে উভয় সম্প্রদায়ের প্রচুর মানুষ ভীড় করেন। পুজো পরিচালনায় হিন্দুদের সঙ্গে মুসলমান সম্প্রদায়ের মানুষও সমানভাবে অংশ নেন। দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই শিবদা গ্রামে লক্ষ্মীপুজো উপলক্ষে উৎসবে মাতোয়ারা গোটা গ্রাম।






Like Us On Facebook