লাউদোহার পাটশ্যাওড়া গ্রামে সোমবার রাতে পুলিশ তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের ইটের ঘায়ে দুর্গাপুরের সার্কেল ইন্সপেক্টর, ফরিদপুর থানার ওসি সহ এক এএসআই গুরুতর আহত হলেন। আহত তিন পুলিশ কর্মীকে উদ্ধার করে দুর্গাপুরের হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি করা হয়। ওসি ও এএসআই-এর অবস্থা স্থিতিশীল হলেও সিআই-এর অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই ঘটনায় পর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্মকর্তারা সহ বিশাল পুলিশ বাহিনী মঙ্গলবার সকাল থেকে গোটা পাটশ্যাওড়া গ্রাম জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে। পুলিশের আতঙ্কে গোটা গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।

জানা গেছে, ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার ধবনী গ্রামে বিজেপির বিজয় মিছিলে তৃণমূল কংগ্রেস কর্মীরা লাঠি, লোহার রড দিয়ে হামলা চালালে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন এবং দুষ্কৃতিদের গুলিতে এক বিজেপি কর্মী আহত হন বলে অভিযোগ জানানো হয়। বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে এই ঘটনার পর পুলিশ কয়েক জন তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে ফের লাউদোহার জব্বরপল্লীতে শাসকদল এলাকায় সিন্ডিকেট চালাচ্ছে এই অভিযোগের ভিত্তিতে বিজেপি কর্মীরা সরব হয়ে ফের পুলিশের সামনেই সিন্ডিকেট কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এই ঘটনায় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পুলিশ বিজেপির হয়ে কাজ করছে এবং এলাকায় নিরাপরাধ তৃণমূল কংগ্রেস কর্মীদের বেছে বেছে গ্রেফতার করছে বলে অভিযোগ তুলে ফরিদপুর থানা ঘেরাও করে ওসি অনির্বাণ বসুর অপসারণের দাবিতে বিক্ষোভ দেখান। এলাকার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি নিরপরাধ তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেফতার বন্ধ করার আর্জি জানিয়ে এইসব ঘটনার সঙ্গে জড়িত বিজেপি কর্মীদের গ্রেফতারের দাবিতে পুলিশকে ৪৮ ঘন্টা সময় সীমা বেঁধে দেন।

দুই রাজনৈতিক দলের চাপে পড়ে সোমবার রাতে লাউদোহার পাটশ্যাওড়া গ্রামে ফরিদপুর থানার পুলিশ অভিযান চালাতে গিয়ে বিজেপি কর্মীদের ধরতে গেলে বিজেপি কর্মীদের বাধার মুখে পড়েন বলে অভিযোগ। বিজেপি কর্মীরা একজোট হয়ে রাতের অন্ধকারে পুলিশের উপর ইটবৃষ্টি করতে থাকে বলে অভিযোগ। জানা গেছে, ইটের ঘায়ে দুর্গাপুরের সার্কেল ইন্সপেক্টর অমিতাভ সেন, ওসি অনির্বাণ বসু ও এক এএসআই বুদ্ধদেব গায়েন গুরুতর জখম হন। সিআই-এর মাথায় গুরুতর চোট লাগে। তিনজনই রক্তাক্ত হন। পুলিশ তিনজনকে উদ্ধার করে ভোর রাতে দুর্গাপুরের হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়দ্বীপ ভাদুড়ি বলেন, ‘সিআই-এর আঘাত বেশ গুরুতর। তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। বাকি ওসি ও এএসআই-এর অবস্থা স্থিতিশীল। তিনজনকেই চিকিৎসাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

যদিও পাটশ্যাওড়া গ্রামে পুলিশের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের পাল্টা অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল কর্মীরা পুলিশের উপর হামলা চালিয়েছে। অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত এলাকা।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook