কাঁকসা থানার আড়া গ্রামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম শংকর মন্ডল। ঘটনাটি ঘটেছে আউশগ্রামের রাঙাকেলি গ্রামে। মৃতের পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

মৃতের পরিবার সুত্রে জানা গেছে, গত ৩১ মে থেকেই নিখোঁজ ছিলেন শংকর মন্ডল। রবিবার সকালে আউশগ্রাম থানার পুলিশ দেবশালা অঞ্চলের রাঙাকেলি গ্রামের আদিবাসী পাড়ায় একটি ক্লাব ঘরের সামনে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার জন্যই ঘুরতে ঘুরতে শংকর মন্ডল ওই আদিবাসী পাড়ায় ঢুকে পড়েন। শনিবার ওই পাড়ায় একটি অনুষ্ঠানও চলছিল। পুলিশের প্রাথমিক অনুমান, গভীর রাতে গ্রামে ঢোকায় তাঁকে সন্দেহের বশে পিটিয়ে খুন করা হয়। এরপর মৃতদেহ স্থানীয় ক্লাবঘরের সামনে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে একটি খুনের অভিযোগ করা হয়েছে। আউশগ্রাম থানার পুলিশ তদন্তে নেমেছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook