বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে সোচ্চার হয়ে দুর্গাপুরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন সোমবার পথে নামলেন। সোমবার দুর্গাপুরের জাংশন মলের সামনে থেকে দুর্গাপুর নগর নিগম পর্যন্ত এক ধিক্কার মিছিলে দুর্গাপুরের বিভিন্ন পেশার মানুষজন পা মেলান।
জানা গেছে, এদিনের এই ধিক্কার মিছিলটি ছিল সম্পূর্ণভাবে অরাজনৈতিক। নাচ, গান, কবিতা, নাট্যব্যক্তিত্ব সহ বিভিন্ন পেশার শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন এই মিছিলে অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারী সংস্কৃতি মনস্ক মানুষজনদের দাবি, আমারা চাই বাংলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং আমাদের মনীষীদের উপযুক্ত সম্মান দিতে প্রয়োজনীয় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করুক সরকার। বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙল সেইসব দুষ্কৃতীদের এদিন কড়া শাস্তির দাবি জানান মিছিলে অংশগ্রহণকারী মানুষজন।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?