প্রতিদিন একই ভাবে রেললাইন পারাপার করতেন সবজি বিক্রেতা শামসেদ হুসেন। রবিবার মালগাড়ির নীচ দিয়ে রেললাইন পার হতে গেলে হঠাৎই মালগাড়িটি চলতে শুরু করে। নিমিষেই শামসেদের পা আটকে গিয়ে পা ছিন্ন ভিন্ন হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শামসেদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় রেল স্টেশনে কর্তব্যরত জিআর পি। এই ঘটনায় দুর্গাপুর রেলস্টেশনে ৫ নং প্লাটফর্মে রবিবার সাত সকালে প্রত্যক্ষদর্শী যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর রেলস্টেশন সংলগ্ন লিলুয়া বাঁধের বাসিন্দা সবজি বিক্রেতা শামসেদ হুসেন স্টেশন বাজারের সেন মার্কেটে প্রতিদিন অন্যান্য সবজি বিক্রেতাদের সঙ্গে সবজি বিক্রি করতে যান ওভার ব্রিজের পরিবর্তে দাঁড়িয়ে থাকা ট্রেন বা মালগাড়ির নীচ দিয়ে লাইন পারাপার করে। রবিবারও একই ভাবে দুর্গাপুর রেল স্টেশনের ৫ নং প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা মালগাড়ির নীচ দিয়ে লাইন পার হতে গেলে হঠাৎ করেই মালগাড়িটি চলতে শুরু করে দেয়। লাইনে রেলের চাকা ঘুরতেই শামসেদ হুসেনের পা দুটো আটকে যায়। একটি পা কোন রকমে ছাড়াতে পাড়লেও অপর পা ছিন্নভিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা চিৎকার করতে থাকায় স্টেশনের কর্তব্যরত জিআরপি কর্মীরা শামসেদকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।