রবিবার দুর্গাপুর শহরের বিভিন্ন এলাকায় রাস্তার কুকুরদের কার্যত পাত পেড়ে খাবার পরিবেশন করলো কলকাতার এক পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার এক ভ্রাম্যমাণ গাড়ি নিয়ে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পশুপ্রেমী সংস্থাটির কর্মীরা কেবলমাত্র পথ কুকুরদের খাবার পরিবেশনই করলো না রীতিমত চিকিৎসা পরিষেবাও দিল অসুস্থ কুকুরদের।

রবিবার দুর্গাপুরের স্টিল টাউনশিপ হস্টেল অ্যাভিনিউ থেকে সিটি সেন্টারের বিভিন্ন এলাকা ঘুরে স্ট্রিট ডগদের একদিনের জন্য প্রতিপালন করল এই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় স্ট্রিট ডগদের খাবার পরিবেশন করেন দুর্গাপুর পুরসভার ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি ও স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি। সংস্থার কর্ত্রী অবন্তিকা রায়চৌধুরী বলেন, ‘আমরা স্ট্রিট ডগদের সেবায় নিয়োজিত। আজ দুর্গাপুরের বিভিন্ন এলাকায় স্ট্রিট ডগদের খাবার ও চিকিৎসা পরিষেবা দিলাম। আমরা সমাজের কাছে বার্তা দিতে চাই ওদের মধ্যে প্রাণ আছে। ওদেরও ভালো বাসতে হয়।’


Like Us On Facebook