দুর্গাপুরের ২৮ নং ওয়ার্ডের অন্তর্গত সগড়ভাঙার নিউ তাঁতিপাড়া ও বাউরিপাড়ায় বৃহস্পতিবার রাস্তা নির্মাণ ও নিকাশি নালা সংস্কারের, কালভার্ট নির্মাণের সূচনা করলেন স্থানীয় পৌরমাতা তথা দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী। জানা গেছে, তাঁতিপাড়ায় রাস্তা ও নিকাশি নালা নির্মাণের জন্য ৮.৭৬ লাখ টাকা ও বাউরিপাড়ায় খরচ হচ্ছে ৯,৭৩,৩০৩৪ টাকা। বৃহস্পতিবার রাস্তা নির্মাণ, নিকাশা নালা সংস্কার, কালভার্ট নির্মাণের সূচনা অনুষ্ঠানে স্থানীয় মানুষ সামিল হন।
বুধবার সগড়ভাঙ্গার আরসি কলোনিতে ২০০ মিটার রাস্তা ও সগড়ভাঙার আমবাগান এলাকায় ৬ টি নতুন পথ বাতিস্তম্ভ বসানোর কাজের সূচনা করেন স্থানীয় পৌরমাতা অঙ্কিতা চৌধুরী। বুধবার আরসি কলোনি ও আমবাগানে উন্নয়নমূলক কাজের সূচনা অনুষ্ঠানে প্রচুর স্থানীয় মানুষ অংশ নেন। মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী বলেন, ‘আরসি কলোনিতে ২০০ মিটার রাস্তা নির্মাণে খরচ হচ্ছে প্রায় ৬ লাখ টাকা। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের আর্থিক সহযোগিতায় এই রাস্তার নির্মাণ কাজ হচ্ছে। সগড়ভাঙার আমবাগানে ৬ টি স্ট্রিট লাইট বসানোর জন্য খরচ হচ্ছে প্রায় দেড় লাখ টাকা।’