এক স্কুল ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের বড়নীলপুর এলাকায়। মৃত ছাত্রের নাম জিৎ সাহা(১৩)। বৃহস্পতিবার সকালে বাড়িতেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের পরিবার সুত্রে জানা গেছে, জিৎ স্থানীয় আচার্য্য দুর্গাপ্রসন্ন হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। এদিন সকালে তার শালবাগান এলাকায় প্রাইভেট টিউশন পড়া ছিল। সকালে বইপত্র নিয়ে সে বেড়িয়ে যায়। কিছুক্ষণ পর তার বাবা বিল্পব সাহা রাজমিস্ত্রীর কাজে যাওয়ার সময় দেখেন জিৎ পড়তে না গিয়ে খেলা করতে ব্যস্ত। কেন পড়তে যায়নি, এই বিষয়ে জানতে চাইলে সে জানায় শরীর খারাপ। এরপর তার বাবা ধমক দিয়ে তাকে বাড়ি গিয়ে পড়াশুনা করতে বলেন। এরপর সে বাড়ি ফিরে যায়। বাড়িতে তখন কেউ ছিল না। তার মা সেই সময় পরিচারিকার কাজ করতে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকার সুবাদে বাঁশের কাঠামোর সঙ্গে দড়ির ফাঁসে সে ঝুলে পড়ে। কাজ সেরে তার মা বাড়ি ফিরে দেখে এই কান্ড।

তাকে উদ্ধার করে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ব্যাপারটি তদন্ত শুরু করেছে। মৃতের বাবা বিল্পববাবু জানান, বাড়ি গিয়ে পড়াশুনা করতে বলেছিলাম, শুধু এই কারণে এত বড় ঘটনা ঘটতে পারে তা ভাবতে পারিনি।

Like Us On Facebook