শহরের বিভিন্ন মানুষের কাছ থেকে ব্যবহৃত বস্ত্র সংগ্রহ করে এক জায়গায় জড় করে ফের দুঃস্থ ও অসহায় মানুষদের হাতে তুলে দেয় দুর্গাপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা বিধান নগরের উৎসর্জন।

দুঃস্থ মানুষের সেবায় ব্রতী হয়ে সারা বছর বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মসূচি পালন করে আসছে এই উৎসর্জন। সোমবার বিধান নগরে দুর্গাপুরের বিভিন্ন এলাকার দুঃস্থ ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের হাতে পোশাক তুলে দিতে এক অনুষ্ঠানের আয়োজন করে পুরানো পোশাক তুলে দেওয়া হয়।

সংস্থার সভাপতি বিমান মুখোপাধ্যায বলেন, দুর্গাপুরে অনেক দুঃস্থ মানুষ আছেন যাদের এখনও ঠিকমতো পোশাক কেনার ক্ষমতা নেই। আমরা আমাদের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে শহরের মানুষের ব্যবহৃত পুরানো জামাকাপড় সংগ্রহ করে তা সেই সব দুঃস্থ ও অসহায় মানুষদের হাতে তুলে দিই। এতে যাদের জামাকাপড় কেনার ক্ষমতা নেই তাঁরা জামাকাপড় পড়ার সুযোগ পান। বিমানবাবু আরও বলেন, এ ছাড়াও বিভিন্ন সমাজসেবা মূলক কর্মসূচি নিয়ে আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা সারা বছর মানুষের সেবায় কাজ করে।


Like Us On Facebook