পূর্ব বর্ধমানের ভাতারের নাসিগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সৌম্যদীপ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। বাবা সুব্রত রায় বেসরকারি সংস্থায় সামান্য বেতনের কর্মী। মা নিপাট গৃহবধূ। অত্যন্ত মেধাবী এই ছাত্রের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে স্কুলের শিক্ষক থেকে গ্রামের মানুষজন পথে নেমেছেন। ইতিমধ্যেই সৌম্যদীপের পরিবার ১০-১২ লাখ টাকা খরচ করেছে তার চিকিৎসার জন্য। জানা গেছে, সৌম্যদীপকে সুস্থ করে তুলতে আরও প্রায় চল্লিশ লাখ টাকার প্রয়োজন। রায় পরিবারের পক্ষে ওই টাকা জোগাড় করা দুঃসাধ্য। তাই তার স্কুলের শিক্ষক থেকে গ্রামের মানুষজন সকলের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন। সকলেই চান সৌম্যদীপ সুস্থ হয়ে ফিরে আসুক।

পরিবার সূত্রে জানা গেছে, মাসখানেক আগে সৌম্যদীপ একদিন মাথা ঘুরে পড়ে যায়। পরীক্ষা নিরীক্ষার পর বর্ধমানের এক চিকিৎসক তঁদের জানান সৌম্যদীপ ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এরপর পরিবারের পক্ষ থেকে চিকিৎসার জন্য সৌম্যদীপকে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে কেমোথেরাপি দেওয়া শুরু করেন। চিকিৎসকরা রায় পরিবারকে জানিয়েছেন সৌম্যদীপকে সুস্থ করে তুলতে অস্থিমজ্জা প্রতিস্থাপনের প্রয়োজন। খরচ প্রায় ৪০ লাখ টাকা। মাথায় হাত পড়ে রায় পরিবারের। সামান্য বেতনের চাকুরে বাবার পক্ষে ওই টাকা জোগাড় করা কার্যত অসম্ভব। খবর পৌঁছয় গ্রামে। সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষক থেকে পরিবারের স্বজন-বন্ধুরা সাহায্যের আবেদন নিয়ে পথে নামেন।

সৌম্যদীপের চিকিৎসার জন্য সকলের সাহায্যের দিকে তাকিয়ে সৌম্যদীপের পরিবার। সকলের কাছে বর্ধমান ডট কমের আবেদন সৌম্যদীপের সাহায্যে এগিয়ে আসুন। সৌমদীপকে যারা সাহায্য করতে চান তাঁরা নীচের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাহায্য করতে পারেন…

A/C NAME – SUBRATA KUMAR RAY
A/C NO. – 30069125337
IFSC – SBIN0002022
SBI BHATAR BRANCH

Like Us On Facebook