এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুকে ঘিরে শুক্রবার লাউদোহার ইছাপুর গ্রামে চাঞ্চল্য ছড়ালো। মৃতার নাম অন্তরা দাঁ। অন্তরার স্বামীর নাম অসীম দাঁ। জানা গেছে, দু’বছর আগে কুড়ুরিয়া ডাঙার অন্তরা পান্ডার সঙ্গে বিয়ে হয় ইছাপুর গ্রামের অসীম দাঁয়ের। মৃতার বাবা আশীষ পান্ডার দাবি, বিয়ের পর বাড়ি করার জন্য মেয়ের শ্বশুরবাড়িকে কয়েক লাখ টাকা দিয়েছিলেন। আশীষবাবুর অভিযোগ, বিয়ের পর থেকেই অসীম বাপের বাড়ি থেকে অন্তরাকে টাকা আনতে চাপ দিত। টাকা না আনলে অন্তরার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হত।
আশীষ পান্ডা বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে আমরা মেয়ের মৃত্যুর খবর পাই। এখানে এসে জানতে পারি অন্তরার শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বিধাননগর হাসপাতালে ভর্তি করে পালিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে অন্তরা ফোনে মায়ের সঙ্গে কথা বলে। তারপর আর কোন যোগাযোগ হয়নি। শ্বশুরবাড়ি থেকে আমাদের কোন খবর দেওয়া হয় নি। আমরা খবর পেয়ে এখানে এসে দেখি অন্তরা মারা গেছে।’ আশীষবাবুর অভিযোগ, অন্তরাকে টাকার জন্য খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। আশীষবাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার স্বামী অসীম দাঁকে আটক করেছে বলে জানা গেছে।