আসানসোলের হটন রোড কালীবাড়িতে পুজো দিয়ে ৮৪ নম্বর ওয়ার্ডে দ্বিতীয় দফায় প্রচার শুরু করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ শুক্রবার দুপুরে কালীবাড়িতে সপরিবারে পুজো দিয়ে বাবুল বলেন, ‘আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পর রামনবমীকে সামনে রেখে আসানসোল পুরসভার অন্তর্গত আয়োজক সংগঠনগুলিকে অনুদান দেওয়ার চেষ্টার মাধ্যমে এক প্রকার ঘৃণ্য রাজনীতি করছেন মেয়র৷ ওনার সদিচ্ছা থাকলে নির্বাচন ঘোষণার আগেই কাজটি শুরু করতে পারতেন৷’

উল্লেখ্য, গতকাল পুরসভার বোর্ড মিটিংয়ে রামনবমীতে আয়োজক সংগঠনগুলিকে ৫০০০ টাকা করে অনুদান দেওয়ার প্রস্তাব পাস হয়েছে৷’ মেয়র জানান, গত তিন বছর ধরেই রামনবমী পালন করা সংগঠনগুলিকে অনুদান দেওয়া হচ্ছে৷ তবে নির্বাচন বিধিতে যাতে বিষয়টি আটকে না যায়, তার জন্য ইতিমধ্যেই নির্বাচন আধিকারিক হিসাবে অতিরিক্ত জেলাাশাসকের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে৷’ এদিন প্রচারে বাবুল সুপ্রিয় তাঁর সাংসদ এলাকায় গত ৫ বছরে করা কাজের খতিয়ান তুলে ধরে বলেন, ‘এরপরেও উন্নয়নের কাজ কারও চোখে না পড়লে তাঁর চোখের ছানি পরিষ্কার করা উচিৎ৷’

Like Us On Facebook