প্রার্থী হবেন ভূমিপুত্র, স্থানীয় মানুষ। সুখদুঃখের সময়ে তাঁকে পাশে পাওয়া যাবে। কোন বহিরাগত প্রার্থী বা সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া প্রার্থী নয়। এই অভিযোগে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম প্রত্যাহারের দাবিতে বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার দুর্গাপুরের প্রার্থী তালিকা ঘোষণা করেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই প্রার্থী তালিকায় দলীয় কর্মীরা স্থানীয় পছন্দের নেতার নাম দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন।
দুর্গাপুর পূর্ব কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করা কর্ণেল দিপ্তাংশু চৌধুরীকে। আর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সভাপতি লক্ষণ ঘড়ুই। লক্ষন ঘড়ুইকে নিয়ে কোন ক্ষোভ বিক্ষোভ নেই। কিন্তু সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করা কর্ণেল দিপ্তাংশু চৌধুরীকে নিয়ে যত ক্ষোভ বিজেপি কর্মীদের। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শ্লোগান তুলে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মীরা। এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন, ‘বুঝতে পারছি না কেন এই রকম হল। আমি খোঁজ খবর নিয়ে দেখছি।’
একই ভাবে পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রেও বিজেপির কর্মীরা নিজেদের পছন্দমতো প্রার্থী না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন।পান্ডবেশ্বরে বিজেপির প্রার্থী সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করা জীতেন্দ্র তেওয়ারি। জীতেন্দ্র তেওয়ারিকে নিয়েও বিজেপি কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। পান্ডবেশ্বরে বিজেপির নীচু তলার কর্মীরা বলেন, ‘এই জীতেন্দ্র তেওয়ারি তৃণমূল কংগ্রেসে থেকে আমাদের উপর প্রচুর অত্যাচার করেছে। আমাদের ছেলেরা অনেকেই এখনও জীতেন্দ্র তেওয়ারির জন্য জেল খাটছে। আর ফের দলবদল করে সদ্য বিজেপিতে যোগ দেওয়া জীতেন্দ্র তেওয়ারিকে দল প্রার্থী করে আমাদের মনোবল ভেঙে দিয়েছে। তাই জীতেন্দ্র তেওয়ারিকে আমরা প্রার্থী হিসেবে মানতে পারছি না।’
বিজেপির পশ্চিম বর্ধমান জেলার প্রার্থী তালিকা…
১. দুর্গাপুর পূর্ব কেন্দ্রে প্রার্থী কর্নেল দিপ্তাংশু চৌধুরী।
২. দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে লক্ষণ ঘড়ুই।
৩. আসানসোল দক্ষিণ কেন্দ্রে অগ্নিমিত্রা পল।
৪. আসানসোল উত্তর কেন্দ্র কৃষ্ণেন্দু মুখার্জী।
৫. রানীগঞ্জ কেন্দ্রে ডা. বিজন মুখার্জী।
৬. কুলটি কেন্দ্রে ডা. অজয় পোদ্দার।
৭. বারাবনী কেন্দ্রে অরিজিৎ রায়।
৮. জামুড়িয়া কেন্দ্রে তাপস রায়।
৯. পান্ডবেশ্বর কেন্দ্রে জীতেন্দ্র তেওয়ারি।