.

বর্ধমান বনবিভাগের অন্তর্গত আউশগ্রামের আদুরিয়া ১১ মাইলে বনে আগুন লাগায় ক্ষতিগ্রস্থ বিস্তীর্ণ এলাকার বনভূমি। বনদফতরের কর্মীদের তৎপরতায় আয়ত্বে আসে আগুন। অভিযোগ, পরিকল্পিতভাবেই বনবিভাগের জায়গা দখল করতেই আগুন লাগানো হয়েছে। বনাধিকারিক আশরাফুল ইসলামের দাবি, কয়েকদিন ধরেই বনের বিভিন্ন জায়গায় পরিকল্পিত ভাবে কেউ বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে। যার ব্যতিক্রম নয় আজকের ঘটনা। এই বিষযে থানায় অভিযোগের কথাও ভাবা হচ্ছে।

Like Us On Facebook