বাড়ির সামনে বিমান বন্দর। জীবনের প্রথম উড়ান দেখতে উত্তেজনায় ভরপুর উখড়ার বাসিন্দা সমর বাদ্যকর বিমান বন্দরের পাশের একটি গাছে উঠতে গিয়ে সজোরে পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে গুরুতর চোট পান। বাবা রিক্সা চালক। চরম আর্থিক দুরবস্থার মধ্যেও ছেলেকে সুস্থ করতে বাবা ত্রুটি করেন নি। বিভিন্ন হাসপাতাল ঘুরে সমর এখন কিছুটা সুস্থ। কিন্তু পা দুটিতে কোন জোর নেই। দাঁড়াতে পারে না সমর। এর মধ্যেই মনের জোরে পড়াশুনা চালিয়ে যাচ্ছে সে।
খাঁন্দরা কলেজের প্রথম বর্ষের ছাত্র সমর। সমরের বাবা তাই ছেলের মনের অদম্য ইচ্ছাকে শীলমোহর দিতে সব কাজ ফেলে সমরকে ভ্যানে করে রোজ কলেজে পৌঁছে দেন। সমরের করুণ কাহিনী উখড়ার নবভারতী সংঘের সদস্যদের মনে দাগ কেটে যায়। রবিবার তাই নবভারতী ক্লাবের সদস্যরা একটি ট্রাইসাইকেল তুলে দেয় সমরের হাতে যাতে সমর চলার পথে সমস্ত বাধা বিপত্তি দূর করে আগামী দিন এগিয়ে যেতে পারে।