দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের, ঘটনায় জখম ২ জন। ঘটনাটি ঘটেছে ভাতাড় থানার আমারুণ বাসস্ট্যান্ড এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম বিশ্বজিৎ মন্ডল (২৬) ও সন্দীপ ঘোষ (২১)। বিশ্বজিৎ মন্ডলের বাড়ি ভাতাড়ের এওড়া গ্রামে ও সন্দীপ ঘোষের বাড়ি নর্জায়। বর্ধমান-কাটোয়া রোডের আমারুণ বাসস্ট্যান্ড এলাকায় অত্যন্ত দ্রুতগতিতে আসা বাইক দুটি একে অপরকে মুখোমুখি ধাক্কা মারে। গুরতর জখম হন ৪ জন। তাঁদের উদ্ধার করে ভাতাড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎ মন্ডল ও সন্দীপ ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরও ২ জনকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
Like Us On Facebook